মাদারীপুরে একজনকে ‘হাতুড়ি পিটিয়ে’ হত্যা

মাদারীপুর সদর উপজেলায় ‘হাতুড়ি দিয়ে পিটিয়ে’ একজনকে হত্যা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2021, 12:21 PM
Updated : 14 Dec 2021, 02:01 PM

নিহত অহিদ তালুকদার (৪১) সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের আক্কাস তালুকদারের ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান বলে তার ছেলে ছেলে শাহবাব তালুকদার জানান।

পুলিশ জানায়, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে অহিদ তালুকদারের ভাতিজা রিয়াদ তালুকাদারের সঙ্গে একই এলাকার কয়েকজনের দ্বন্দ্ব হয়। এর জেরে রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। বিবাদ মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেয় গ্রামবাসী। কিন্তু সালিস বসার আগেই সোমবার রাত ১১টার দিকে ওয়াহিদ তালুকদারের ওপরে হামলা করে প্রতিপক্ষের লোকজন।

শাহবাব বলেন “বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তারা। বাবাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।

“ভোরের দিকে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সকাল ১০টার দিকে বাবা মারা যান।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ মোতায়েন করা হয়।

মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজেই নিহতের বাড়িতে এসেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু করেছি।”