পাবনায় হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড, আরও একজনের যাবজ্জীবন

পাবনায় প্রেমের সম্পর্কের জেরে বিধবাকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং হত্যায় সহযোগিতার দায়ে আরেকজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2021, 09:15 AM
Updated : 13 Dec 2021, 09:15 AM

পাবনার জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক সোমবার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত উভয়কে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত রফিকুল ইসলাম রহিম (৪০) সদর উপজেলার বলরামপুর এলাকার বাসিন্দা।

যাবজ্জীবনপ্রাপ্ত নূরুল ইসলামের বাড়ি একই এলাকায়।

রায় ঘোষণার সময় আসামি রফিকুল আদালতে উপস্থিত থাকলেও নূরুল পলাতক রয়েছেন।

আদালতের পিপি দেওয়ান মজনুল হক মামলার নথির বরাতে জানান, রফিকুল এলাকায় রিকশা চালাতেন। এলাকার হেনা (২৫) বেগম নামে এক বিধবার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রফিকুল। হেনা তাকে বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানান রফিকুল। ২০১৫ সালের ১৮ অগাস্ট সদর উপজেলার বলরামপুর এলাকায় পদ্মা নদী থেকে হেনার  মরদেহ উদ্ধার করে পুলিশ। হেনার মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে রফিুকুল ও রহিমকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা হেনাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। নূরুল জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছে। আটকের দিন তার সাজা শুরু হবে।