লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লক্ষ্মীপুরের একটি আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2021, 08:21 AM
Updated : 13 Dec 2021, 08:41 AM

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মমিন উল্যা পাটওয়ারী ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বলেন, ২০১৮ সালের ২০ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে ইসমাইল তার স্ত্রী জোৎস্না আক্তারকে হত্যা করেন।

এ ঘটনায় জোৎস্নার বাবা মো. বাহার উদ্দিন বাদী হয়ে ইসমাইলের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ইসমাইলকে গ্রেপ্তার করলে সে আদালতে জবানবন্দি দেয়।

তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর পুলিশ শুধু ইসমাইলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।