ভৈরবে পুলিশকে জখম করে আসামি ‘ছিনতাই’

কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে আহত করে ছিনিয়ে নেওয়া হয়েছে মাদকের এক আসামিকে ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2021, 07:01 PM
Updated : 12 Dec 2021, 07:01 PM

রাসেল নামের ওই আসামিকে তার স্বজনরা ছিনিয়ে নেয় বলে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রোববার রাত ৯টার দিকে শহরের ঘোড়াকান্দা এলাকায়। রাসেল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

ওসি গোলাম মোস্তফা বলেন, “পলাতক আসামিসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।”

আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সামান্তা ইসলাম জানান, আহতদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় এবং আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদেরপ্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানার আসামি রাসেলকে ঘোড়াকান্দা এলাকা থেকে আটক করেছিলেন পুলিশের দুই এএসআই রেজাউল করিম ও আব্দুল করিম। তাকে থানায় নিয়ে আসার সময় পথে মামুন ও সানি নামের রাসেলের দুই স্বজনের নেতৃত্বে ২০/২৫ জন হামলা চালায়। তারা আসামি রাসেলকে নিয়ে পালিয়ে যান।