মাদারীপু‌রে নসিমন উল্টে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

মাদারীপুরের শিবচরে একটি নছিমন উল্টে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন আরও তিন জন।

মাদারীপুর প্রতি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2021, 06:04 PM
Updated : 12 Dec 2021, 06:04 PM

রোববার উপজেলার হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আন্ডারপাসের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইলিয়াস আকন (৫০) ও লোকমান মাতুব্বর (৩৫)।

শিবচর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় দত্তপাড়া এলাকায় একটি ছাদ ঢালাইয়ের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ১৭ জন নির্মাণ শ্রমিকের একটি দল। নসিমনে করে ঢালাইকাজে ব্যবহৃত মেশিনও তাদের সঙ্গে ছিল।

“মহাসড়কের সেতুর টোল প্লাজা পার হয়ে আন্ডারপাসের কাছে এলে আন্ডারপাসের ভেতর হয়ে একটি মাইক্রোবাস সড়কে প্রবেশ করে। এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।”

জাকির হোসেন বলেন, এতে নসিমনে থাকা কাদিরপুর ইউনিয়নের সিকিম আলী মাদবরকান্দি গ্রামের মান্নান আকনের ছেলে ইলিয়াস আকন, ডিগ্রির চর এলাকার মো. রফিক (৩০), মো.সোহেল (৩০), যাদুয়ারচরের কালু (৪০) এবং চরগজারিয়ার হামেদ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বর আহত হন।

তাদের ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে ই‌লিয়াস আকন ও লোকমান মাতুব্বর মারা যান।