খাগড়াছড়িতে মং সার্কেলের ৩ দিনব্যাপী রাজপূণ্যাহ

খাগড়াছড়িতে খাজনা আদায়, হেডম্যান-কার্বারী সম্মেলনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মং সার্কেলের তিন দিনব্যাপী রাজপূণ্যাহ শেষ হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2021, 01:19 PM
Updated : 12 Dec 2021, 01:19 PM

জেলা সদরের ঠাকুর ছড়া এলাকার রাজবাড়িতে রোববার সার্কেলের নারী কার্বারীদের বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে হেডম্যান, কার্বারী ও আমন্ত্রিত অতিথিরা মং সার্কেল চিফকে সম্মানসূচক ঐতিহ্যবাহী উপঢৌকন প্রদান করেন।

শেষ দিনের অনুষ্ঠানে দুইশ নারী হেডম্যান ও কার্বারী অংশ নেন।

অনুষ্ঠানে সার্কেলের নেত্রীরা বলেন, পাহাড়ে প্রথাগত শাসন ব্যবস্থায় নারীদের হেডম্যান ও কার্বারী হিসেবে দায়িত্ব দেওয়া হলেও নানা প্রতিবন্ধকতার কারণে তারা দায়িত্ব পালন করতে পারছেন না।

প্রতিবন্ধকতা দূর করে চাপমুক্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

মং সার্কেলের রানী উখেংচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, চামেলী ত্রিপুরা ও জয়া চাকমা।

এর আগে মং সার্কেল ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার এ অনুষ্ঠান শুরু হয়।

তিন দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা সমুন্নত রাখা, ১৯০০ সালের শাসনবিধি (হিলট্র্যাক্ট ম্যানুয়েল) অধিকতর কার্যকর করা, হেডম্যান-কার্বারীদের সম্মানি বৃদ্ধি, হেডম্যানদের জন্য কার্যালয় নির্মাণ ও পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের জীবনমান উন্নয়নের বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন আয়োজকরা।