বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2021, 05:18 AM
Updated : 10 Dec 2021, 05:18 AM

উপজেলার বাদুরতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দি‌কে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ‌র‌্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

শহিদুল বলেন, একদল জলদস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাব। এ সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে।

“গোলাগুলির এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলসদ্যু বাহিনীর এক সদস্যের গুলিবিদ্ধ লাশ এবং তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।”

নিহতের লাশ আপাতত পাথরঘাটা থানায় রাখা হয়েছে বলে থানার ওসি মো. আবুল বাসার জানিয়েছেন।