কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 10:16 AM
Updated : 9 Dec 2021, 10:16 AM

বৃহস্পতিবার বেলা ২টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রাহিদুল ইসলাম (৩৫) দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মণ্ডল পাড়ার ইন্তাজ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবনের পাশাপাশি রাহদুলকে ২৫ হাজার টাকা  জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান।

মামলার বরাতে তিনি বলেন, ২০০১ সালে রাহিদুল ইসলামের সঙ্গে রঙ্গীলা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৬ জুলাই রাতে রঙ্গীলাকে চড়-থাপ্পড় ও মারধরের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেন রাহিদুল। পরে আশেপাশের লোকজন টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ৭ জুলাই নিহতের চাচা দিদার হোসেন বাদী হয়ে দৌলতপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৩ নভেম্বর রাহিদুলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।