গাজীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

২০২১ সালের মত ২০২২ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে গাজীপুরে কয়েকটি মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষার্থীরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 09:08 AM
Updated : 9 Dec 2021, 09:08 AM

জেলা শহরের ভাওয়াল-রাজবাড়ি সড়কে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে।

চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। তবে ২০২২ সালের পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে সরকার এখনও কোনো ঘোষণা দেয়নি।