জয়পুরহাটে ভাইকে হত্যার দায়ে ২ ভাইয়ের প্রাণদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 08:58 AM
Updated : 9 Dec 2021, 08:58 AM

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম ১৪ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মণ্ডলের দুই ছেলে সেকেন্দার আলী (৫০), শহীদুল ইসলাম (৪৮) এবং ক্ষেতলাল উপজেলার উলিপুর-জিয়ানীপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাবু (৪২)।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্র নাথ মণ্ডল বলেন, সেকেন্দার ও শহীদুলের সঙ্গে তাদের ভাই আবু তাহেরের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে ২০০৭ সালের ১ মার্চ রাতে সেকেন্দার ও শহীদুলসহ আরও ৪/৫ জন আবু তাহেরের ঘরে প্রবেশ করে তাকে ঘুমন্ত অবস্থায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

এ ঘটনার পরদিন আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী বাদি হয়ে আক্কেলপুর থানায় পাঁজনের নামে মামলা করেন।তদন্ত শেষে পুলিশ ওই বছরই পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।      

বাকি দুইজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পিপি।