চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গায় আড়াই কেজির বেশি ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে, যেগুলো ‘ভারতে’ পাচার হচ্ছিল বলে বিজিবির দাবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 03:23 PM
Updated : 7 Dec 2021, 03:23 PM

মঙ্গলবার সকালে দর্শনা থানার মেমনগর এলাকায় এই অভিযান চালানো হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান একথা জানান।

খালেকুজ্জামান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গোপন খবর আসে ‘ভারতে পাচারের জন্য’ বেশ কিছু স্বর্ণ মেমনগর এলাকায় হাতবদল হবে। এ খবর পেয়ে সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের অদূরে অভিযান চালায় বিজিবি।

“এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি পুটলিতে বাঁধা ২৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।”

বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দ করা সোনার ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি); যার বাজার মূল্য এক কোটি ৪৫ লাখ টাকা। এগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনা বিজিবির নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।