রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শাহ্ আজম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শাহ্ আজম।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 02:14 PM
Updated : 7 Dec 2021, 02:14 PM

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ আব্দুল লতিফ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর [উপাচার্য] পদে কতিপয় শর্ত সাপেক্ষে যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।

কোষাধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, চলতি বছরের ১৪ জুন আগের উপাচর্যের মেয়াদ পূর্ণ হওয়া পর থেকে তিনিই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।