উখিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ নয় রোহিঙ্গাকে আটকের খবর জানিয়েছে এপিবিএন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 09:27 AM
Updated : 7 Dec 2021, 09:27 AM

মঙ্গলবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১১ ব্লক থেকে তাদের আটক করা হয় বলে ৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে মোহাম্মদ শফিক (২২), একই ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২), এ-৩ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ মিয়া (৩৮), টেকনাফের চাকমারকূল ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের এ-৩ ব্লকের মৃত মো. সফির ছেলে সফিউল আলম (২২), একই ক্যাম্পের সি-১ ব্লকের মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম ( ২৪), উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের ই-২ ব্লকের মৃত মো. কাছিমের ছেলে জাফর আলম (৪৭), উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের এম-১১ ব্লকের মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং একই ক্যাম্পের এম-৫ ব্লকের মো. মুসলিমের ছেলে শফিউল্লাহ (৩৩)।

পুলিশ সুপার বলেন, “৩০/৩৫ জন সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে জড়ো হয়েছে খবরে

এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ধাওয়া দিয়ে নয়জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

“পরে আটকদের কাছ থেকে ৬টি ধারাল দা ও ৩টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।”

তিনি বলেন, আটকরা সবাই তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী। তাদেরর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।