কক্সবাজারে ‘গোলাগুলির পর’ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তে মাদক পাচারকারিদের সঙ্গে গোলাগুলির পর তিন লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 09:07 AM
Updated : 7 Dec 2021, 09:07 AM

বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মঙ্গলবার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবা পাহাড় এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

আলী হায়দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক একদল লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময় পাচারকারিরা তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের একটি ব্যাগ ফেলে রেখে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।”

পরে ওই ব্যাগে তল্লাশি চালানো হলে তাতে ৩ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।