পায়রায় জাহাজডুবি, কারণ জানতে কমিটি গঠন

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলে বেলজিয়াম ভিত্তিক একটি সার্ভে জাহাজ ডুবে গেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 05:51 PM
Updated : 6 Dec 2021, 05:51 PM

সোমবার ভোরের দিকে ডুবে যাওয়া জাহাজের নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পায়রা বন্দরের হারবার মাস্টার এসএম শরিফুর রহমান।

তিনি বলেন, ‘সার্ভে এক্সপ্রেস ৫৪’ নামে জান ডি নুল কোম্পানির জাহাজটিতে ১০ জন ইন্দোনেশিয়ান ও দুই বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার সময় পাশে থাকা আরেকটি জাহাজ ও ট্রলারের মাধ্যমে নাবিকদের উদ্ধার করা হয়। তারা সুস্থ আছেন।

তবে জাহাজ ডুবির কারণ বলতে পারেননি হারবার মাস্টার।

তিনি বলেন, জাহাজটি রাতভর সার্ভের কাজ করে ভোরের দিকে ডুবে যায়। এ ঘটনায় পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের এ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।