হবিগঞ্জে বক শিকার করায় একজনের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বক শিকার করায় একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 05:23 PM
Updated : 6 Dec 2021, 06:16 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন সোমবার দুপুরে তাকে এ দণ্ড দেন বলে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান।

দণ্ডপ্রাপ্ত মো. আসলাম খানের (৩০) বাড়ি উপজেলার বাল্লাচরগাঁও গ্রামে।

বনকর্মকর্তা তোফায়েল বলেন, সকালে তারা ওই গ্রামে শিকার করা বকসহ আসলাম খানকে আটক করেন। তাছাড়া তার কাছ থেকে শিকারে ব্যবহৃত ২৫০ মিটার জাল জব্দ করা হয়। পরে ইউএনও তাকে দুই মাসের কারাদণ্ড দেন। সেই সঙ্গে বকটি অবমুক্ত করা হয়।