জোয়াদ: ফরিদপুরে বৃষ্টিতে ভোগান্তি

ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে ফরিদপুরে দুদিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 11:40 AM
Updated : 6 Dec 2021, 11:40 AM

ফরিদপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সুরুজ আলী মিয়া জানান, জোয়াদের প্রভাব থাকবে মঙ্গলবার পর্যন্ত। এই দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

জেলায় রোববার সারাদিন ঝিরিঝিরি হলেও রাত থেকে শুরু হয় ভারি বৃষ্টি। সোমবার সকাল থেকে ঝাপটা হাওয়ার সঙ্গে ‘অঝোর ধারায়’ বৃষ্টি ঝরছে।

এদিকে বৈরি আবহাওয়ায় মধ্যে যাদের বের হতে হয়েছে, গাড়ি-বাস না পেয়ে  তাদের পোহাতে হয়েছে ভোগান্তি।

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় অফিসগামী সিরাজুল সাহিদা আক্তার ইমা বলেন, “রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। অটোরিকশা ও রিকশা ভাড়া দ্বিগুণেরও বেশি নিচ্ছে।”

শহরের মুজিব সড়ক এলাকায় কথা হয় রিকশার অপেক্ষায় থাকা রেজাউল করিমের সঙ্গে। তিনি বলেন, তার ক্লাস ওয়ানে পড়া ছেলের ফাইনাল পরীক্ষা। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও রিকশা পাচ্ছেন না।

ফরিদপুর বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা যাত্রী রকিবুল হাসান বলেন, “ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

ফরিদপুর থেকে মাগুরাগামী লিটন মাতুব্বর নামে এক যাত্রী বলেন, “নির্দিষ্ট সময়ের টিকিট কাটলেও বাস ছাড়ার খবর নেই।”

আবহাওয়াবিদ সুরুজ আলী বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জোয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।