ফরিদপুরে সড়কে প্রাণ গেল চিকিৎসকের

ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 09:40 AM
Updated : 6 Dec 2021, 09:40 AM

সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের মল্লিকপুর এলাকার ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে করিমপহর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ জানান।

নিহতরা হলেন- ফরিদপুর বোয়ালমারী উপজেলার ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫) ও মাইক্রোবাসের চালক মনির হোসেন মন্জু (৪০)।

সুব্রত বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে এবং মনির হোসেন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে।

আহতরা হলেন- ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা।

নিহতদের পরিবারের বরাতে ওসি বলেন, মাইক্রোবাস আরোহীরা ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে মাইক্রোবাসের দুইজন ঘটনাস্থলেই নিহত হন।” 

তিনি বলেন, বাসটির চালক পালিয়ে গেছে। আর আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।