গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর সদর উপজেলার সরকারি জমি দখল করে তৈরি অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 11:53 AM
Updated : 5 Dec 2021, 11:53 AM

রোববার সকালে মির্জাপুর ইউনিয়নের ডগরী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা নির্বাহী মাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম।

মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান বলেন, “ডগরী এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৫৮ শতাংশ সরকারি জমি রয়েছে। কিন্তু ওই জমি দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মহলের মদদে দখল হয়ে ছিল।

“দখলদারদের ওই জমি ছেড়ে দিতে জেলা প্রসাশনের কার্যালয় থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তারা আমলে নেয়নি।তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”

ওই জমিতে সমাজের হতদরিদ্র ও ভূমিহীনদের জন্য মুজিববর্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণ করা হবে বলে জানান তিনি।

অভিযানে জয়দেবপুর থানার এসআই মাজহারুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।