নোয়াখালীর প্রবীণ আ. লীগ নেতা  মো. হানিফের মৃত্যু

আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক গণপরিষদ সদস্য মো. হানিফ মারা গেছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2021, 03:44 PM
Updated : 4 Dec 2021, 03:44 PM

নোয়খালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্লাহ খান সোহেল জানান, শনিবার সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৮৫ বছর বয়সী এই নেতা মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে শহিদ উল্লাহ খান জানান।

সাবেক নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি এই নেতার মৃত্যুতে দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে; জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে, বলেন শহিদ উল্লাহ।

মো. হানিফ নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

মো. হানিফের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুননাহার লাইলী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।