শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চালু

পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2021, 11:20 AM
Updated : 4 Dec 2021, 11:20 AM

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শনিবার দুপুরে শিমুলিয়া ঘাট থেকে ফেরি ‘কুঞ্জলতা’ মাঝিরকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রবল স্রোতের কারণে গত ১৮ অগাস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়। বিআইডব্লিউটিসি অধিকাংশ সময় ফেরি বন্ধ রাখে। পরে ৮ নভেম্বর থেকে দিনের বেলায় ১০ ঘন্টা সীমিত ফেরি চালু করে কর্তৃপক্ষ।

ফয়সাল বলেন, মাঝিরকান্দিতে গত ২৬ অগাস্ট ঘাট তৈরি হলেও স্রোত ও নাব্যতার কারণে চালু করা যায়নি। শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে দূরত্ব ও সময় দুটোই কমবে।

শিমুলিয়া থেকে মাঝিরকান্দির দূরত্ব ৮ কিলোমিটার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজারের দূরত্ব ১১ কিলোমিটার।