মুন্সীগঞ্জে বিস্ফোরণে দগ্ধ: দুই সন্তানের পর চলে গেলেন বাবা

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরের একটি ভবনে বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ হয়ে দুই ভাই-বোনের পর তাদের বাবারও মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2021, 06:30 AM
Updated : 4 Dec 2021, 06:39 AM

শনিবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কাওসার খানের (৩৬) মৃত্যু হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান জানান।

একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কাওসারের দুই মেয়ে ৬ বছর বয়সী ইয়াসিন ও ৩ বছর বয়সী ফাতেমা ওরফে নোহরার মৃত্যু হয়।

কাওছার কিশোরগঞ্জ জেলা সদরের বাসিন্দা আব্দুস সালাম খানের ছেলে। তিনি মুন্সীগঞ্জের আবুল খায়ের গ্রুপে ওয়েল্ডার (ঢালাইকারী) হিসাবে কর্মরত ছিলেন।

কাওসারের স্ত্রী শান্তা বেগমও (২৭) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকদের বরাতে পুলিশ কর্মকর্তা রাজিব বলেন, “শান্তা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার হার্টবিট কমে যাচ্ছে।“

বৃহস্পতিবার ভোররাতে চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে কাওসারের পরিবারের চারজনসহ পাঁচজন ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন। দগ্ধ অন্যজন তাদের প্রতিবেশী  হৃতিকা পালকে (৪) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।