হবিগঞ্জে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

হবিগঞ্জে শিশু সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2021, 05:17 PM
Updated : 3 Dec 2021, 05:17 PM

পৌরসভার সম্মেলন কক্ষে শুক্রবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাহির বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মেধা বিকশিত হয়। ছোট-বড় সবাইকেই প্রশিক্ষণ নিতে হয়, প্রশিক্ষণের বিকল্প নেই।”

প্রশিক্ষণার্থী শিশুদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, “এখন সবার হাতে হাতে মোবাইল ফোন। তোমাদের সামেন নেট দুনিয়া উন্মুক্ত। তোমাদের ভালোটা গ্রহণ করতে হবে এবং খারাপটা পরিহার করতে হবে। তবেই তোমরা সফল হতে পারবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিসোর্স পারসন ইশরাত জাহান মনিকা ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর পরিচালনায় এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রদীপ দাস সাগর।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ অন্যান্য প্রশিক্ষণ উপকরণ দেওয়া হয়। শনিবার এ কর্মশালা শেষ হবে।