চুয়াডাঙ্গায় পাটকাঠির হাটে অগ্নিকাণ্ড

চুয়াডাঙ্গায় পাটকাঠির একটি হাটে আগুন লেগে বিপুল পরিমাণ পাটকাঠি ভস্মীভূত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2021, 05:01 PM
Updated : 3 Dec 2021, 05:21 PM

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জ এলাকার এ হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

হাটের পাটকাঠি ব্যবসায়ী মোকাদ্দেস আলী জানান, রাত পৌনে আটটার দিকে হাটে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগেই পুড়ে হয়ে যায় হাটের সব পাটকাঠি।

এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এই ব্যবসায়ীর দাবি।