কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা শুরু

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2021, 12:10 PM
Updated : 3 Dec 2021, 12:10 PM

জেলা স্টেডিয়াম সভাকক্ষে শুক্রবার এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ইউনিসেফের আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ২০ জন শিশু অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে রেজাউল করিম বলেন, “কর্মশালায় দীক্ষা নিয়ে আগামীতে উন্নত বাংলাদেশের যোগ্য ও দক্ষ সাংবাদিক হবে এই শিশুরা। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। ”

‘হ্যালো’ শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম অনলাইন সাইট উল্লেখ করে তিনি এর সাফল্য কামনা করেন।

শিশু সাংবাদিকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজে সাম্য নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন ও জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী।

স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে রয়েছেন আল হাসান রাকিব।

প্রশিক্ষনার্থীদের পক্ষে অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন শিশু সাংবাদিক ইসরাত জাহান ইতি, সংগ্রামী ইলা বর্ষণ, খ ম জাকিউল ইসলাম রুদ্র, মনজুর কাদের উৎস ও স্বপন সরকার।

কর্মশালায় শিশু অধিকার, সংবাদ লেখার কৌশল, ভিডিও সংবাদ এবং মোবাইল ফোনে ভিডিও সংবাদ তৈরির ধারণা দেওয়ার পাঠ রয়েছে।  

শনিবার কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।