নারী সহকর্মীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়‘, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নিজ কার্যালয়ে নারী কনস্টেবলের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায় ধরা পড়ার’ পর সিলেট মহানগর আদালত পুলিশের এক পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2021, 01:49 PM
Updated : 2 Dec 2021, 02:29 PM

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের জানান, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বৃহস্পতিবার এক আদেশে ওই পরিদর্শক প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

পুলিশ জানিয়েছে, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে বুধবার রাতে আদালত ভবনের নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে ওই কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা কক্ষে ডুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। 

আশরাফউল্লাহ তাহের আরও জানান, প্রদীপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ওই নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।