লক্ষ্মীপুর কারাগারে এইচএসসি পরীক্ষায় অস্ত্র মামলার ৫ আসামি

লক্ষ্মীপুর জেলা কারাগারে অস্ত্র মামলার পাঁচ আসামি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2021, 11:51 AM
Updated : 2 Dec 2021, 11:51 AM

কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, তাদের এক জন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কারাগারে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিয়েছেন। অন্য চার জন আগামী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবেন।

তিনি বলেন, “ওই পাঁচ পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এর মধ্যে এক জন সকালে পরীক্ষা দিয়েছেন। জেল কোড মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে। বাকিদের পরীক্ষা ৫ ডিসেম্বর।” 

রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে গত সোমবার (২৭ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-পুলিশ যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ভাদুর গ্রামে অভিযান চালানো হয়।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “অভিযানে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু এবং এই পাঁচ পরীক্ষার্থীসহ ৩১ জনকে আটক করা হয়। এ সময় একটি এলজিসহ দেশে তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।”

ওসি বলেন, আটক ৩১ জনের বিরুদ্ধে র‍্যাব মামলা করেছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।