গোপালগঞ্জে বিরোধের জেরে বীজতলা নষ্টের অভিযোগ

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক কৃষক।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2021, 11:05 AM
Updated : 3 Dec 2021, 08:34 AM

নির্মল বাইন নামের ওই কৃষক বৃহস্পতিবার কাশিয়ানী থানায় এ অভিযোগ দায়ের করেছেন।

নির্মলের বাড়ি কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামে।

নির্মল বলেন, “আমি বাড়ির পাশে ৩ শতাংশ জমিতে বোরো ধানের বীজতলা দিয়েছিলাম। জমি নিয়ে ‘শত্রুতার জেরে’ একই গ্রামের বাদল, খোকন, রাজিব ও  প্রকাশ আমার বীজতলায় প্রবেশ করে বাঁশের বেড়া ভেঙে ফেলেন এবং বীজ পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেন।

“বীজতলা নষ্ট করায় আমার জমিতে চাষাবাদ নিয়ে মহা অনিশ্চয়তায় পড়েছি। এ বছর আমার ফসল হবে না। আমি এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে থানায় অভিযোগ দিয়েছি।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ৩ শতাংশ জমিতে নির্মল বীজতলা করেছেন। ওই জায়গার অর্ধেক অর্থাৎ ১.৫ শতাংশ জমিতে বাদল, খোকন, রাজিব, প্রকাশ তাদের মালিকানা দাবি করেন। পরে তারা বীজতলার বাঁশের বেড়া খুলে দেন। এ সময় তাদের পায়ে তলায় বীজতলা নষ্ট হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাদল, খোকন, রাজিব ও প্রকাশ বীজতলা নষ্টের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ওই জমি থেকে শুধু বেড়া সরিয়ে নিয়েছেন।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, তারা অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা  হবে।