গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর প্রাণদণ্ড

গাইবান্ধায় চার বছর আগে এক নারীকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2021, 10:32 AM
Updated : 2 Dec 2021, 10:32 AM

বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাইদুল ইসলাম মিঠু (৪০) গাইবান্ধা সদর উপজেলার মধ্য নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

রায় ঘোষণার সময় মাইদুল আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জানান।

মামলার বরাতে তিনি বলেন, প্রায় ১১ বছর আগে মাইদুল ইসলাম ওরফে মিঠুর সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের আবদুর রেজ্জাকের মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারের নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে মাইদুল তার স্ত্রীর সঙ্গে বাড়ির পাশে শ্যালিকার বাড়িতে (স্ত্রীর চাচাতো বোন) যান।এ সময় তাদের সন্তানরা নানা বাড়িতে ছিল।

পরদিন সকালে খাদিজার ছেলে বিজয় ওই বাড়িতে মায়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে খাদিজার লাশ উদ্ধার করে। এ সময় মাইদুল পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে মাইদুলকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।