দিনাজপুরে তরুণকে রগ কেটে হত্যা, পরাজিত ইউপি সদস্য প্রার্থী আটক

দিনাজপুরে এক তরুণের পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ; যাকে নির্বাচনী বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2021, 10:42 AM
Updated : 1 Dec 2021, 10:54 AM

এ ঘটনায় পুলিশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের লড়াইয়ে হেরে যাওয়া একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে পরিদর্শক নোয়াবুর রহমান জানিয়েছেন।

নিহত সৌরভ হোসেন (২৩) জেলার নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুণ্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের বিজয়ী সদস্য সানোয়র হোসেনের ভাতিজা।

পরিদর্শক নোয়াবুর রহমান বলেন, বুধবার সকালে উপজেলার নলশীষা নদীর পাড়ে সৌরভের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কালেজ হাসপাতালের মর্গে পাঠায়।

“তাকে দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।”

নিহতে সৌরভের চাচা ছানোয়ার হোসেন বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় হেলালের লোকজন সৌরভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সৌরভ আর ফিরে আসেনি। নির্বাচনের হেরে যাওয়ার ক্ষোভ থেকে হেলাল উদ্দিনের লোকজন সৌরভকে হত্যা করেছে।”

এ ঘটনায় তারা মামলা করার পস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।