বৃহস্পতিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুলাল আহত হন; সোমবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান ফলাফল ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।
মোখলেসুর রহমান নৌকায় পেয়েছেন ৪৮ হাজার ৬১৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী [আওয়ামী লীগের বিদ্রোহী] মো. সামিউল হক লিটন মোবইল ফোন প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৪ ভোট।
এছাড়া বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৫৫ ভোট এবং সাবেক শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান মুকুল জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮০ ভোট।
ভোট প্রদানের হার ৫৭.৪৫ ভাগ বলে জানান রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান।