চা বিক্রেতা মাজেদা এখন ইউপি সদস্য

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চা বিক্রেতা মাজেদা খাতুন এখন ইউনিয়ন পরিষদ সদস্য।

সৈকত আফরোজ আসাদ পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 12:51 PM
Updated : 30 Nov 2021, 12:51 PM

গত রোববার [২৮ নভেম্বর] অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মূলগ্রাম ইউনিয়নের নারীর জন্য সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন।

মাজেদা মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা। চাটমোহর রেল স্টেশনের পাশে একটি চায়ের দোকানে চালান। 

এই নারী চা বিক্রেতা ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনায় এসেছে।

নির্বাচিত হয়ে মাজেদা খাতুন বলেন, “আমি একজন গরিব মানুষ। আমাকে মানুষ ভালবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। মানুষের এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করতে চাই।”

তবে তিনি তার চা বিক্রির ব্যবসা বন্ধ করতে চান না বলে জানান।

“সকল কার্যক্রম শেষ করে সময় পেলেই আমি চা স্টলে বসে চা বিক্রি করব এবং এখান থেকে যতটুকু সম্ভব মানুষের সেবা করব,” বলেন মাজেদা।