বরগুনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের যাবজ্জীবন

বরগুনায় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 09:02 AM
Updated : 30 Nov 2021, 09:02 AM

মঙ্গলবার দুপুরে বরগুনার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মাওলানা মো. ইব্রাহীম খলিলের ছেলে।

রায়ে সাইফুলকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। 

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ২০ জানুয়ারি দুপুরে গাইড বই দেওয়ার কথা বলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে মাদ্রাসায় ডেকে আনেন সাইফুল।

পরে মাদ্রাসার কাছে নিজ বাড়ির দোতলায় নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এরপর ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান সাইফুল।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বাবা।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন। পরে ওই বছরের ২০ ফেব্রুয়ারি সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলায় সাইফুল ইসলামের ভাবী রাশেদা বেগমকে খালাস দেওয়ান হয়েছে।