নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নড়াইলে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 08:27 AM
Updated : 30 Nov 2021, 08:27 AM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামিনুর রহমান মোল্যা সদর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মৃত্যদণ্ডের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদুল ইসলাম ইমদাদ জানান।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন শুভ, মৃত মোকছেদ মোল্যার ছেলে সাহিদ মোল্যা ও মৃত ছাকেম আলীর ছেলে সাত্তার মোল্লা।

তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাতে এমদাদুল বলেন, নড়াইল সদর উপজেলার ভবানিপুর গ্রামের মফি শেখ ২০১৬ সালের ১৮ জুলাই সকালে ছেলে মিঠুন শেখের স্কুলে উপবৃত্তির টাকা তুলতে সরকেল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান।

সেখান থেকে টাকা তুলে বাইসাকালে যোগে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ব্রিজের কাছে আসামিরা পূর্ব শত্রুতার জেরে মফিকে ধারাল অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মফিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ রোকসানা খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবে নূর খাতুন ও সাখাওয়াত হোসেনকে এ মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।  তাদের বাড়িও সদর উপজেলার ভবানিপুর গ্রামে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমদাদুল জানান।