মাদারীপুরে শিশুহত্যার দায়ে ৩ জনের ফাঁসির রায়

মাদারীপুরে শিশুহত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2021, 08:39 AM
Updated : 29 Nov 2021, 08:39 AM

একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা সোমবার সকালে এই রায় ঘোষণা করেন।

তাছাড়া মামলার এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পিরোজপুর জেলার ভৈরমপুর গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা (৩০), মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের রফিক হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার (৩৯), একই উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামের মুহিত গাছির ছেলে রিমন হোসাইনে ওরফে ইমন গাছি (৩১)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

আদালতের পিপি সিদ্দিকুর রহমান সিং মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামের পাঁচ বছরের শিশু আদুরি আক্তার মুক্তিপণের দাবিতে অপহৃত হয়।  

এ ঘটনায় থানায় জিডি করা হলে পুলিশ সন্দেহভাজন আসামি শফিকুল ইসলামকে আটক করে। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী ২২ সেপ্টেম্বর সেনদিয়া গ্রামে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ১০ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

পিপি সিদ্দিকুর বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। তাছাড়া এক জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

নিহত শিশুর বাবা টুকু সরদার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।