যারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তাদেরই সংখ্যালঘু বলেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার রাতে কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার এ ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে নৌকার দুই বিজয়ী হলেন হামিদপুর ইউনিয়নে পলি বেগম ও মাউলি ইউনিয়নের রোজি হক।
অপর দশ বিজয়ী হলেন: খাশিয়াল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরকত উল্লাহ, কলাবাড়িয়ায় আনারসের মো. মাহমুদুল হাসান, বাঐসোনায় আনারসের চুন্নু শেখ, জয়নগরে মোটরসাইকেলের কাজি আইয়ুব হোসেন, পুরুলিয়ায় ঘোড়ার আমিরুল ইসলাম, সালামাবাদে আনারসের মোল্লা মাহাবুর রহমান, ইলিয়াসাবাদে আনারসের মল্লিক মোহাম্মদ মনিরুল ইসলাম, চাচুরিতে ঘোড়ার মোহাম্মদ মিল্লাত হোসেন ভূঁইয়া, বাবরা হাচলায় ঘোড়ার মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং পহরডাঙ্গায় আনারসের মল্লিক মাহমুদুল ইসলাম।