রোববার ভোট গ্রহণের শেষ পর্যায়ে ওই ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
তীরবিদ্ধ ছামিরুলকে (২২) নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইমামনগর গ্রামের হাছান মিয়ার ছেলে।
ছামিরুলের মামা আমির হোসেন সাংবাদিকদের জানান, তেজখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়র্ডে দুই সদস্য পদের প্রার্থীদের সমর্থকরা দুপুরে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
“সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি তীরও নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ছামিরুলের কপালে তীরবিদ্ধ হয়।”
বাঞ্ছারমপুর থানার ওসি রাজু আহমেদ জানান, ভোট শেষে কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন।
তবে কেউ তীরবিদ্ধ হয়েছেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনাটি কেন্দ্রের বাইরে হয়েছে। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।