জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার মামলা হলো গাজীপুরে

বঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর গাজীপুর সিটি করপোরেশেনের সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুরেও একটি মামলা হয়েছে।

প্রতিনিধি গাজীপুরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 04:14 PM
Updated : 28 Nov 2021, 04:14 PM

রোববার গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম মো. কায়সারুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করা হয়।

একশ কোটি টাকার মামনহানির এই মামলার বাদী গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ।

বাদীর আইনজীবী মো. নুর নবী সরদার জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠার পর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করা হয়; একই সঙ্গে তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।  

পরে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তাকে গাজীপুর সিটি করপোরেশেনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়ী, মাদারীপুর ও পঞ্চগড়েও মামলা হয়েছে।

আরও পড়ুন: