কক্সবাজারে শ্রমিক নেতা জহিরুল হত্যায় গ্রেপ্তার আইনজীবী
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2021 08:14 PM BdST Updated: 28 Nov 2021 08:14 PM BdST
-
আবু তাহের সিকদার ওরফে তাহের সিকদার
কক্সবাজারে শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যার এক এজাহারভুক্ত আসামিসহ দুই জন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে একজন জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সাবেক ছাত্রশিবির নেতা।
শনিবার মধ্যরাতে ঢাকার তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে আবু তাহের সিকদার ওরফে তাহের সিকদার (৪৮) এবং তার সহযোগী একই এলাকার আবু বক্করের ছেলে ওবায়দুল করিম (৩৭)।
তাহের সিকদার কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে 'ছাত্র শিবির মনোনীত প্যানেলের' সদস্য ছিলেন। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য।
এ নিয়ে জহিরুল ইসলাম হত্যা মামলায় ছাত্র শিবিরের দুই নেতাসহ তিন আসামি গ্রেপ্তার হলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবু তাহের সিকদার শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। আর ওবায়দুল করিম তার সহযোগী ছিলেন।
গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টায় কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের ব্যক্তিগত অফিসে তার সঙ্গে অবস্থান করছিলেন জহিরুল ইসলাম সিকদার। সেখানে তারা দুই ভাই কর্মী-সমর্থকদের সঙ্গে নির্বাচনী আলাপ করছিলেন।
ওই সময় একদল লোক মোটরসাইকেল যোগে এসে তাদের গুলি করে এবং কুপিয়ে জখম করে। এতে তিন জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে কুদরত উল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় ওইদিন রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৬ নভেম্বর সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি থাকা জহিরুল ইসলামের অবস্থারও অবনতি হলে তাকেও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে ৭ নভেম্বর দুপুরে জহিরুল মারা যান।
কুদরত উল্লাহ গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে জয়ী হয়েছেন।
এ ঘটনায় গত ৯ নভেম্বর কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ১১ নভেম্বর মধ্যরাতে কক্সবাজার শহরের নুর পাড়া থেকে এই হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ইমাম খাইরকে গ্রেপ্তার করে র্যাব।
ওই সময় র্যাব জানিয়েছিল, ইমাম খাইর শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যার পরিকল্পনা ও হত্যার মিশনে সরাসরি জড়িত ছিল।
পরিদর্শক বিপুল বলেন, তাহের সিকদার এই হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে তাহের সিকদারের সহযোগী ওবায়দুল করিমকেও হোটেল কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারদের রোববার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান বিপুল।
-
রংপুরে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড
-
নওগাঁর সড়কে বাইক আরোহী কিশোরের মৃত্যু
-
মানিকগঞ্জে বাসচাপায় ২ সচিব নিহতে চালকের কারাদণ্ড
-
যশোর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা দুর্নীতির অভিযোগে বরখাস্ত
-
বিদ্যুৎস্পৃষ্ট গাভিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কৃষক
-
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
-
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
-
নিখোঁজের ৬ দিন পর মিলল স্কুলছাত্রের গলিত মরদেহ
-
নওগাঁর সড়কে বাইক আরোহী কিশোরের মৃত্যু
-
যশোর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা দুর্নীতির অভিযোগে বরখাস্ত
-
মানিকগঞ্জে বাসচাপায় ২ সচিব নিহতে চালকের কারাদণ্ড
-
বিদ্যুৎস্পৃষ্ট গাভিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কৃষক
-
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
-
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে