বডিক্যাম নিয়ে ভোটের দায়িত্বে ফেনীর পুলিশ

ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার আট ইউনিয়ন পরিষদের নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ‘বডি-ওর্ন ক্যামেরা’ নিয়ে মাঠে নেমেছে ফেনীর পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 12:36 PM
Updated : 28 Nov 2021, 12:36 PM

রোববার সকালে এসব ইউনিয়নের বেশ কিছু কেন্দ্রে পুলিশ সদস্যদের পোশাকের বুকে লাগানো ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ছোট আকারের এ ক্যামেরা পুলিশ সদস্যদের অন্যান্য অ্যাক্সেসরিজের মতই ইউনিফর্মের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ফেনীর পুলিশ আধুনিকায়নের পথে আরেক ধাপ এগোল।”

এসআই ও সার্জেন্টরা দায়িত্ব পালনের সময় এ ক্যামেরা ব্যবহার করলে তাদের কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতাও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সদস্যরা জানান, বডি-ওর্ন ক্যামেরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে ওই ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করা যায়। জিপিএসের মাধ্যমে জানা যায় অবস্থান।

তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা ভিডিও পরে তদন্তের কাজেও সহায়ক হবে বলে কর্মকর্তারা আশা করছেন।