কুমিল্লায় ২ কেন্দ্রে ভোট স্থগিত

প্রিজাইডিং কর্মকর্তাকে ছুরিকাঘাত ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগের পর কুমিল্লার দুই ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 09:34 AM
Updated : 28 Nov 2021, 09:34 AM

ভোট বন্ধ হওয়া কেন্দ্র দুটি হল- বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিতড্ডা ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়।

জেলার নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, রোববার বেলা ১১ টার দিকে বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই আবু হানিফকে ছুরিকাঘাত করা হয়।

এরপর বেলা ২টার দিকে চিতড্ডা ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথামিক কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও গোলোযোগের ঘটনা ঘটে।

এরপর ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া বলেন, “দুই সদস্য প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা  করে।এ সময় আমি বাধা দিতে গেলে আমার উপর হামলা করে।পরে আমাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে হাতে ১১টি সেলাই দিতে হয়েছে।”

বরুড়া থানার ওসি ইকবাল বাহার জানান, ভোটকেন্দ্রে পুলিশের এক সদস্যসহ প্রিজাইডিং কর্মকর্তা আহত হয়েছে।বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।