সাতক্ষীরায় ভোটকেন্দ্রের পাশ থেকে ৩০টি ককটেল উদ্ধার, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ৩০টি ককটেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 08:48 AM
Updated : 28 Nov 2021, 08:54 AM

রোববার ভোরে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মোড়ল পাড়া থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক লিডার ইশতিয়াক হোসাইন জানান।

আটকরা হলেন- কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আব্দুল মজিদ ও একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে আবু মুছা।

ইশতিয়াক বলেন, গোপন খবরে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ্ববর্তী মোড়ল পাড়ায় অভিযানে যান তারা।

“সেখান থেকে ৩০টি ককটেল ও দুইটি দেশীয় পিস্তলসহ দুই জনকে আটক করা হয়।”

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।