এসএসসি পরীক্ষার পর ঘুরতে গিয়ে দুর্ঘটনায় নিহত

কিশোরগঞ্জে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে হয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এতে তার দুই বন্ধু আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2021, 06:24 PM
Updated : 26 Nov 2021, 06:24 PM

শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব-কুলিয়ারচর সংযোগ সড়কে মানিকদী গ্রামে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাদিন (১৫) ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চুন্নু মিয়ার ছেলে।

আহত আকাশ ও হাসিবকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আলাদিন, আকাশ ও হাসিব ভৈরবের গোছামারা গ্রামের তাহমিনা মুসলেউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। গত মঙ্গলবার তাদের পরীক্ষা শেষ হয়। এরপর তারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।

ওসি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে দুই বন্ধুকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ভৈরব-কুলিয়ারচর সংযোগ সড়কের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেতুতে ঘুরতে যান আলাদিন।

“সেতুটি পার হওয়ার সময় আল আমিন বেপরোয়া গতিতে শরীর হেলিয়ে দুলিয়ে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন।”