মেঘনায় নবনির্বাচিত চেয়ারম্যানের নৌকায় গুলি, যুবলীগ নেতা নিহত
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021 08:20 PM BdST Updated: 26 Nov 2021 09:40 PM BdST
-
হাসপাতালে নিহত মো. খোরশেদ আলম টিটুর মরদেহের পাশে স্বজন-শুভানুধ্যায়ীরা
-
গুলিবিদ্ধ হয়ে মো. খোরশেদ আলম টিটু নিহত হয়েছেন
ভোলায় নির্বাচনের পর এলাকায় সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরার পথে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বহনকারী নৌকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, শুক্রবার বিকালে মেঘনা নদীর চেয়ারম্যানবাজার-নাছিরমাঝি নৌপথের হেতনার হাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম টিটু (৩২) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম কাইনানগর গ্রামের মালেগো বাড়ির মুক্তিযোদ্ধা তছির আহম্মেদর ছেলে। তিনি ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
নবনির্বাচিত ইউপি সদস্য মো. হেলাল জানান, তিনিসহ দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা কর্মী-সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভোলা সদর থেকে মদনপুর যান দুপুরে। সেখান থেকে সন্ধ্যায় ট্রলারে করে ভোলা সদরে ফিরছিলেন। মেঘনায় মাঝ নদীতে তাদের নৌকায় এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ হয়ে মো. খোরশেদ আলম টিটু নিহত হয়েছেন
ওই ট্রলারে তিনিসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন নান্নু এবং আবদুল খালেক, মো. ইউসুফসহ ওই ইউপির আট সদস্য ও নেতাকর্মীরা ছিলেন বলে হেলাল জানান।
চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন নান্নু বলেন, দুপুরে তিনি ভোটার ও কর্মীদের সথে দেখা করতে ইউপি সদস্যদের নিয়ে মদনপুর যান। সেখানে আসরের নামাজ পড়ে একটি যাত্রীবাহী ট্রলারে চড়ে ভোলা সদরের দিকে যাচ্ছিলেন। মাঝ নদীতে দুর্বৃত্তদের একটি দল স্পিডবোট নিয়ে এসে ট্রলারের দিকে এলাপাতাড়ি গুলি চালায়।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, মাঝ নদীতে গুলিবিদ্ধ টিটুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবৃদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোটে করে দুবৃর্ত্তরা গুলি চালায় সেটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে ।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিনকে হারিয়ে তৃতীয়বারের মতো নাছির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: পাড়াছাড়া মানুষদের নিরাপত্তা দাবি, হুমকির অভিযোগ
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার ভাঙন, বিলীন ‘২৫’ ঘর-বাড়ি
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে