সিদ্ধিরগঞ্জে অগ্নিদগ্ধ ৩ যুবক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সাত তলা ভবনের চতুর্থ তলায় তিন যুবক অগ্নিদগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 06:37 PM
Updated : 25 Nov 2021, 06:37 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলী এলাকায় আদনান টাওযারে এই ঘটনা ঘটে।

দগ্ধ তিন যুবক হলেন মো. মামুন, জীবন মিয়া ও পারভেজ হোসেন। তারা তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তিনজনের মধ্যে মামুন ও পারভেজের শরীরের শতভাগ এবং জীবনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রুহুল আমিন জানান, আগুনের বিষয়টি রহস্যজনক। 

তারা যাওয়ার আগেই দগ্ধদের আশপাশের লোকজন ঢাকা বার্ন ইউনিটে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, “বাড়িটি পরিদর্শন করে গ্যাসের লিকেজ ও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে মনে হয়নি।”

সিদ্ধিরগঞ্জ থানার ওসি ওসি মশিউর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।