নেত্রকোণায় জমির বিরোধে কৃষক দম্পতিকে কুপিয়ে জখম

নেত্রকোণায় জমির বিরোধে প্রতিপক্ষের লোকজন এক কৃষক দম্পতিকে কুপিয়ে জখম করেছে, যাদের একজনের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 04:36 PM
Updated : 25 Nov 2021, 04:38 PM

বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলার বলাইমিমুল গ্রামে এই ঘটনা হয়।

আহতরা হলেন বলাইশিমুল গ্রামের প্রয়াত নায়েব আলীর ছেলে ইজ্জত আলী (৫৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (৫০)। তাদের  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইজ্জত আলী সঙ্গে একই গ্রামের মৃত সাহাব উদ্দিনে দুই ছেলে সোনা মিয়া ও চদ্দু মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে।

তিনি বলেন, এর জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইজ্জত আলী বাড়ির পাশে বিরোধপূর্ণ জায়গায় একটি খড়ের গাদা দিতে যান। তখন প্রতিপক্ষের লোকজন এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে ইজ্জত আলীকে ধাওয়া দেয়। এ সময় স্বামীকে রক্ষায় স্ত্রী স্বপ্না এগিয়ে গেলে তাকে কোপানো শুরু করে। তখন ইজ্জত আলী স্ত্রীকে রক্ষা এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ইজ্জত আলীর দুই হাতর দুইটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।” 

সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাইফুল আরও বলেন, ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।