চুয়াডাঙ্গায় তপু হত্যা: আরও ২ আসামির আত্মসমর্পণ

চুয়াডাঙ্গার স্কুলছাত্র তপু হত্যা মামলার আরও দুই আসামি আদালতে আত্মসর্ম্পণ করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 01:36 PM
Updated : 25 Nov 2021, 01:36 PM

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসর্ম্পণ করেছেন।

পরে ওই আদালতের বিচারক মুসরাত জেরীন ১৭ বছর বয়সী এই দুই আসামিকে নিরাপদ হেফাজতে নেওয়ার আদেশ দেন।  

এ নিয়ে এ মামলায় এজাহারনামীয় সাত আসামির মধ্যে পাঁচজন কারাগারে ও নিরাপদ হেফাজতে গেলেন। আরও দুজন পলাতক রয়েছেন।

গত ৭ নভেম্বর বেলা ১২টার দিকে চুয়ডাঙ্গা গুলশানপাড়ার আলহেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে কুপিয়ে হত্যা করে একদল লোক। 

ওসি মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। মামলায় সাত জনের নাম উল্লেখ করে ১০ জনকে আসামি করা হয়।

এজাহারনামীয় আসামি আরও দুজন এখনও পলাতক রয়েছেন।

ওসি জানান, বৃহস্পতিবার আত্মসমর্পণ করা ১৭ বছর বয়সী দুই কিশোরের বিচার চলবে শিশু আইনে।