নারীর প্রতি সহিংসতা রোধের দাবি নোয়াখালীতে

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 12:45 PM
Updated : 25 Nov 2021, 12:58 PM

‘নারীর প্রতি সহিংতা প্রতিরোধে জাগো বাংলাদেশ’- শ্লোগানে নোয়াখালী ‘নারী অধিকার জোট’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এনআরডিএসের’ আয়োজনে বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে জেলার সামাজিক, সাংস্কৃতিক, ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন। 

সমাবেশের উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন বলেন, “স্থানীয় পর্যায়ে সচেতনতার পরিসর বৃদ্ধি করা গেলে নারীর প্রতি নিপীড়ন কমিয়ে আনা সম্ভব হবে এবং সমাজে নারীর অবস্থান আরও সুসংহত হবে।”

নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীনের সভাপতিত্বে সমাবেশে এনডিআরএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল স্বাগত বক্তব্য রাখেন।

নারীর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে লায়লা পারভীন বলেন, “নারীর প্রতি সহিংসতা দূর করার জন্য রাজনৈতিক নেতৃত্বের অগ্রাধিকার দরকার। পাশাপাশি নাগরিক সমাজসহ সব শ্রেণীর-পেশার মানুষকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। ”

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি সদস্য গোলাম মহিউদ্দিন লাতু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, এশিয়া ফাউন্ডেশনের গর্ভন্যান্স ডিরেক্টর ইকবাল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।