কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

কুমিল্লা সিটির কাউন্সিলর সৈয়দ  মো. সোহেলসহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 09:58 AM
Updated : 25 Nov 2021, 09:58 AM

জেলার দেবিদ্বার এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে মাসুম মিয়া (৩৯) নামে এই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল আজিম জানান।

মাসুম কুমিল্লা শহরের সাংরাইস এলাকার মঞ্জিল মিয়ার ছেলে।

সোমবার বিকালে কুমিল্লা শহরের পাথুরিয়াপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের সিমেন্টের দোকান থ্রি স্টার এন্টারপ্রাইজে হামলা চালায় একদল মুখোশধারী। সেখানে থাকা সোহেল এবং তার সহযোগী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহাকে তারা গুলি করে হত্যা করে।

হত্যাকাণ্ডের এ ঘটনায় কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন ২১ জনের বিরুদ্ধে মামলা করেন।

ওসি আনোয়ারুল বলেন, মামসু ওই মামলার ৯ নম্বর আসামি। জেলা পুলিশ, এন্টি টেররিজম ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথ অভিযান চালিয়ে দেবিদ্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সুমন মিয়া (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি আনোয়ারুল আজিম।