লক্ষ্মীপুরে পুকুরে মিলল ছোট ইলিশ

লক্ষ্মীপুরে মেঘনা নদীর কাছে একটি পুকুরে ছোট ইলিশ [জাটকা] ধরা পড়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2021, 01:35 PM
Updated : 24 Nov 2021, 01:35 PM

বুধবার সকালে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে জাল ফেললে দশটি জাটকা ধরা পড়ে।

চরফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বলেন, বেড় জাল দিয়ে পুকুরে মাছ ধরার সময় মিঠা পানির বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ১০টি ছোট ইলিশও ধরা পড়ে। এগুলোর দৈর্ঘ্য ৬ থেকে ৭ ইঞ্চি।

“পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুরটি ডুবে যায়।

“ধারণা করা হচ্ছে ওই সময় মেঘনা নদী থেকে আসা পানির সঙ্গে ইলিশ পুকুরে ঢোকে এবং পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে।”

মেঘটনা নদী থেকে এই পুকুরের দূরত্ব ২/৩শ গজের মতো হবে।